বুধবার, ৫ই জুলাই, ২০১৭ ইং ২১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

মুসলিম হত্যা নিয়ে এবার সতর্ক করলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

AmaderBrahmanbaria.COM
জুলাই ২, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মুসলিম হত্যার নিন্দা জানিয়েছেন এবং এ বিষয়ে সতর্ক করেছেন দেশবাসীকে। গতকাল শনিবার কংগ্রেস পরিচালিত ন্যাশনাল হেরাল্ড পত্রিকার এক অনুষ্ঠানে তিনি এই সতর্ক বার্তা দেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও মুসলিম হত্যার নিন্দা জানান। খবর এনডিটিভি’র।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেশের বিভিন্ন স্থানে গরুকে কেন্দ্র করে মুসলমানদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে আমাদের সমাজের মূল ভিত্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ভারতের বহুত্ববাদের নীতিকে অবজ্ঞা করা হচ্ছে।

তিনি বলেন, যখন আমরা এসব ঘটনা পত্রিকায় পড়ি এবং টেলিভিশনে দেখি তখন আমাদের বিস্মিত হতে হয়। মানুষ যখন অতিরিক্ত অযৌক্তিক আচরণ করে তখন তার নেতিবাচক প্রভাব সমাজে পড়ে। এই অন্ধকার জগত থেকে আমাদের বেরিয়ে আসতে হলে নাগরিক, বুদ্ধিজীবী এবং মিডিয়াকে পর্যবেক্ষকের ভূমিকায় থাকতে হবে। গত ২২ মাসে অন্তত গরু এবং গরুর মাংসকে কেন্দ্র করে মুসলমানদের ওপর ১৭টি হামলার ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর