ব্রাহ্মণবাড়িয়া দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত
---
মাজহারুল করিম (অভি) : “শিল্পীর চোখে শিল্পময় ব্রাহ্মণবাড়িয়া” স্লোগানে দিনব্যাপী আর্ট ক্যাম্প ২ জুলাই (রোববার) জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ (পুরাতন কাচারি) পাড়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মূল লক্ষ ছিল যে, পাহাড়িদের পাহাড় ধ্বসের ঘটনা স্মৃতি চারণে আজকের এই ক্যাম্প বলে ব্যক্ত করেন আর্ট ক্যাম্পের উদ্যোক্তা তরুণ চিত্র শিল্পী দিপ্ত মোদক। দিনব্যাপী আর্ট ক্যাম্পের শুরুতেই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য শিল্পীর রং তুলীতে তুলে ধরা হয়। আর্ট ক্যাম্পে সহযোগী হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইন বিভাগের অধ্যায়নরত আশফারুল আলম সামি, ক্ষুদে চিত্রশিল্পী ইয়াসিন আলম শুভ, গৌরি আহমেদ, প্রণয় সাহা, মৃদুল দেবনাথ, জয়া পাল প্রমুখ। আর্ট ক্যাম্পের সার্বিক তত্বাবধানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নিয়াজ মুহাম্মদ খান বিটু। দিন ব্যাপী আর্ট ক্যাম্প শেষে অনেক সাধারণ দর্শক ক্যাম্প প্রদর্শন করেন ।