দামেস্কে গাড়িবোমা হামলায় নিহত ১২
---
আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রবিবার বিবিসি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, তিনটি বিস্ফোরকভর্তি গাড়ি সনাক্ত করে পুলিশ। গাড়িগুলো রাজধানীতে প্রবেশের চেষ্টা করছিল। পুলিশ দুটি গাড়ি থামাতে সক্ষম হয়। কিন্তু একটি গাড়ি নগরীটির পূর্বে তেহরির স্কয়ারে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়।
পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সানা জানায়, হামলাকারী মারা গেছেন, সাধারণ নাগরিকসহ আহত হয়েছেন অনেকে এবং এলাকার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। কোনো জঙ্গি গ্রুপ এখনো এ হামলার দায় স্বীকার করেনি।
২০১১ সাল থেকে সরকারবিরোধী আন্দোলনে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, ৫৫ লাখ মানুষ দেশ ছাড়া হয়েছে। এছাড়া, আরো ৬৩ লাখ মানুষ দেশটির ভেতরে বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: বিবিসি