‘সিরিয়া ফের রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে’
AmaderBrahmanbaria.COM
জুন ২৭, ২০১৭
---
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ফের রাসায়নিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে সিরিয়া সরকারকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া সতর্ক করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিবিবি এক প্রতিবেদনে জানায়, গত এপ্রিলে রাসায়নিক হামলার আগে যে ধরনের তৎপরতার তথ্য এসেছিল, এবারও একই ধরনের কর্মকাণ্ডের খবর যুক্তরাষ্ট্রের কাছে আছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
সিরিয়ায় ওই হামলায় বহু লোক নিহত হয়েছিল। এর পরই সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানায়, নতুন কোনো হামলা চালানো হলে ‘চড়া মূল্য দিতে হবে’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে।