দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ ময়দানে ঈদের জামাত
---
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা শহরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানের পশ্চিম প্রান্তে নবনির্মিত উপমহাদেশের বৃহৎ ঈদগাহ মাঠে শান্তিপূর্ণভাবে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেয় প্রায় চার লাখ মুসল্লি।
এতে ইমামতি করেন দিনাজপুরের জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমি।
নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোট বিচারপতি এনায়েতুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম পুলিশ সুপার হামিদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ প্রশাসনের কর্মকর্তারা। নামাজে শরিক হতে পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এবং বগুড়াসহ আশপাশের জেলার মুসল্লিরা ছুটে আসেন। এ ছাড়া প্রায় একই সময় জেলা শহরের আরো অন্তত ২৫টি মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদে নামাজ আদায়ে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি এপিবিএন র্যাব আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। মুসল্লিদের চলার পথে টহল দিয়েছে তারা। মাঠের প্রবেশ পথে মেটাল ডিক্টেটর বসানো ছাড়াও সাদা পোশাকে দেহ তল্লাশি করা হয়েছে।
প্রায় পাঁচ লক্ষাধিক মুসল্লির একসঙ্গে ঈদের নামাজ আদায় করার লক্ষ্য নিয়ে তিন কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৫২ গম্বুজ বিশিষ্ট বিশাল মিনার নির্মাণ করা হয়েছে। মিনারটি উপমহাদেশের মধ্যে সবোর্চ্চ। নবনির্মিত মিনারে পাঁচ লাখ মুসল্লির নামাজ আদায়ের আশা করা হলেও প্রথমবারেই প্রায় চার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন।
বড় ঈদ জামাতে অংশ নিতে দিনাজপুর জেলা ছাড়াও দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঠাকুরগাঁও পঞ্চগড় বগুড়া গাইবান্ধাসহ আশপাশের জেলার মুসল্লিরা। বড় জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি হয়েছেন তারা। আগামীতে আশপাশের আরো বিপুল সংখ্যক মুসল্লি জামাতে অংশ নেবে বলে আশা করছেন তারা। এ ছাড়া জেলা শহরের বিভিন্ন মহল্লায় আরো অন্তত ২৫টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদে নামাজ আদায়ে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি এপিবিএন র্যাব আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মুসল্লিদের যাতায়াতের পথে টহল দিয়েছেন বিজিবি সদস্যরা। মোনাজাতে দেশ এবং মুসল্লিম উম্মার শান্তি কামনা করা হয়েছে।