শুক্রবার, ৩০শে জুন, ২০১৭ ইং ১৬ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

পদ্মা সেতুর জন্য দোয়া চাইলেন মন্ত্রী

AmaderBrahmanbaria.COM
জুন ২৩, ২০১৭
news-image

---

 

নিজস্ব প্রতিবেদক :পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-২ দোগাছি এলাকার জামে মসজিদে পবিত্র বিদাতুল জুমার নামাজ আদায় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নামাজ শেষে দেশবাসীর বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর জন্য বিশেষ দোয়া কামনা করেন মন্ত্রী।

শুক্রবার জুমার নামাজ আদায়ের আগে মন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন এবং এ প্রকল্পে কর্মরত শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পে কর্মরত দেশী-বিদেশী শ্রমিকদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। পরে মন্ত্রী সেতু প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।

এ ব্যাপারে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, সেতু প্রকল্পের কাজ সিডিউলমাফিক তদারকি ছাড়াও প্রায় প্রতি শুক্রবারে নিরবে ছুটে আসেন মন্ত্রী।

সিডিউল ছাড়া যখন তিনি পদ্মা সেতু প্রকল্পে আসেন তখন প্রটোকল ছাড়াই এসে সেতুর কাজের নানা বিষয়ে দেখাশুনা করেন।

পরিদর্শন শেষে দুপুরে মন্ত্রী মুন্সীগঞ্জের পদ্মাপাড়ে দোগাছির মসজিদে সেতুর কাজে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।

এসময় উপস্থিত সকলের মাধ্যমে মহান আল্লাহর কাছে পদ্মা সেতু বাস্তবায়নের জন্য দোয়া চান মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং দেশবাসীর জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর