সোমবার, ১৯শে জুন, ২০১৭ ইং ৫ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বিএনপির প্রস্তাব চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক: ইনু

AmaderBrahmanbaria.COM
জুন ১৭, ২০১৭
news-image

---

 

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামরিক স্বৈরাচারের বিদায়ের পর ৯০ সাল থেকে নির্বাচন নিয়ে সবসময় বিতর্ক করার একটি বদঅভ্যাস শুরু হয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে অস্বাভাবিক পরিস্থিত তৈরির যে অপচেষ্টা, তা কখনো সফল হয়নি। বেগম খালেদা জিয়াসহ সকলকেই বলব, কেউ যদি নির্বাচনে না আসেন তাতে নির্বাচন হবে না, এমন ভাবনা অগণতান্ত্রিক।

শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউস মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, দেশে সাংবিধানিক সরকার ক্ষমতায় আছে এবং সাংবিধানিক পন্থায়ই নির্বাচন হবে। সাংবিধানিক সরকারের বিকল্প যেসব অস্পষ্ট প্রস্তাব বিএনপি উত্থাপন করছে, সেগুলো চক্রান্ত ও ষড়যন্ত্রমুলক। সহায়ক সরকারের নামে বিএনপি আসলে তাদের সাহায্যকারী সরকার তৈরির একটি অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপি যদি মনে করে, বিএনপি অংশ নিলে নির্বাচন হালাল হবে এবং নির্বাচনে অংশ না নিলে তা বানচাল হয়ে যাবে; তাদেরকে বলতে চাই অতীতের ইতিহাস বলে নির্বাচন বানচাল হয় না।

এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর