সোমবার, ১২ই জুন, ২০১৭ ইং ২৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

‘পাকিস্তানকে খরচের খাতায় ফেলা ভুল’

AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :কে যে কখন ডিগবাজি খান! ভারতের কাছে ১২৪ রানে (ডাকওয়ার্থ লুইস নিয়মে) হারের পর পাকিস্তান দলের সমালোচনা করতে ছাড়েননি। অথচ সেই পাকিস্তান ১৯ রানে (ডাকওয়ার্থ লুইস নিয়মে) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতেই উল্টো সুরে গাইলেন শাহিদ আফ্রিদি।

বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সবটাই অনিশ্চিত। কখন, কী করে ফেলবে বলা যায় না। তাই এই দলকে খরচের খাতায় ফেলা দেওয়াটা ভুল হবে।’ হঠাৎ করে পাকিস্তান দলের ওপর এত ভরসা জন্মাল কী করে? আফ্রিদি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের ক্রিকেটাররা যেভাবে লড়াই করেছে, তা উৎসাহ দেওয়ার পক্ষে যথেষ্ট। আশা করি, এই ধারা ওরা বজায় রাখতে পারবে। পাকিস্তানের অনুরাগীদের মুখের হাসির রেখা মিলিয়ে যেতে দেবে না। বরং চওড়া করবে।’
হাসান আলির পারফরমেন্স সবচেয়ে বেশি ভাল লেগেছে, সে কথা জানাতেও ভোলেননি আফ্রিদি।