যুক্তরাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা স্থগিত
---
আন্তর্জাতিক ডেস্ক : মাত্র তিন দিন পর যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন। এরই মধ্যে শনিবার রাতে সন্ত্রাসী হামলায় শোকাহত ও উদ্বিগ্ন গোটা দেশ। ফলে আসন্ন নির্বাচনের যে প্রচারণা চলছিল তা স্থগিত করেছে বিভিন্ন রাজনৈতিক দল। খবর ডেইলি এক্সপ্রেস।
কনজারভেটিভ পার্টির প্রধান থেরেসা মে ঘোষণা করেছেন, লন্ডনে হামলার কারণে তার দল নির্বাচনের প্রচারণা স্থগিত রাখবে। রাতে হামলার পর ডাউনিং স্ট্রীট থেকে এ ঘোষণা আসে।
পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, কনজারভেটিভ পার্টি এক দিনের জন্য নির্বাচনের জাতীয় প্রচারণা স্থগিত রাখবে। এ দিন উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি), টোরি পার্টি, লিবারেল ডেমোক্রাটিক পার্টি ও লেবার পার্টিও তাদের জাতীয় প্রচারণা স্থগিত ঘোষণা করেছে।
তবে টোরি পার্টির স্থানীয় প্রচারণা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটির এক মুখপাত্র।
উপরোক্ত দলগুলো ছাড়া অন্য কোন রাজনৈতিক দল এখনো প্রচারণা স্থগিতের ঘোষণা দেয়নি।
হামলার কারণে বিবিসির সম্পাদনা বিভাগের একটি রাজনৈতিক অনুষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার লন্ডনে সন্ত্রাসী হামলায় ছয় জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। একই সঙ্গে সন্দেহভাজন তিনজন গুলিতে নিহত হওয়ার তথ্যও প্রকাশ করেছে লন্ডন পুলিশ।
রাতে সন্ত্রাসীরা একটি সাদা রংয়ের গাড়ি নিয়ে প্রায় ৫০ কিলোমিটার গতিতে পথচারীদের উপর এ হামলা চালায়। খবর বিবিসি ও আল জাজিরা।