বিপৎসংকেত জেলায় সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল
AmaderBrahmanbaria.COM
মে ২৯, ২০১৭
---
নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে যে সকল জেলায় বিপদ সংকেত দেখানো হয়েছে, সে সকল জেলার স্থানীয় সরকারের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিজ-নিজ কর্মস্থলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।
আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি বাতিল ও কর্মস্থলে যোগদানের এ নির্দেশ জারি করেছে।
বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় ‘মোরা’ জনিত দুর্যোগ মোকাবিলায় সর্বোত্তভাবে জনগণের পাশে থাকার জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধ জানানো হয়েছে।