২৩৩ মিটার ওপরে সাহসী মডেলদের ফ্যাশন শো
---
অনলাইন ডেস্ক : র্যাম্প নয়। ফ্যাশন শো হলো মাটি থেকে ২৩৩ মিটার ওপরে। একটি টাওয়ারের উপর। আর সেই শো’তে অংশ নিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মডেলরা। শুনতে অবাক লাগলেও সত্যি। অদ্ভুত এই ফ্যাশন শো’টি হয়েছে চিনের মাকুয়া টাওয়ারে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গতকাল ফ্যাশন শো’টি হয়। ২৬টি দেশের ৪০ জন সুন্দরী অংশ নেন। সামনে এসেছে শো’টির ছবি।
ফ্যাশন শো’তে দেখা যায়, র্যাম্পে সুন্দরী মডেলরা হাঁটেন, তাঁদের পোশাক দেখান, শারীরিক সৌন্দর্যকে তুলে ধরেন। কিন্তু, সেসব কিছু দেখা যায়নি গতকালের শো’তে। বরং, অংশগ্রহণকারীদের স্কাই জাম্পারের পোশাকে দেখা গেছে। প্রত্যেকের পরনে ছিল কালো পোশাক আর কালো স্নিকার্স।
কিন্তু, কেন এমন অদ্ভুত ফ্যাশন শো হলো? আয়োজক সংস্থা ওয়ার্ল্ড সুপার মডেল প্রোডাকশন অ্যান্ড ইন্টারন্যাশানালের পক্ষ থেকে তা জানানো হয়নি। তবে, অনেকে বলাবলি শুরু করেছেন, মডেলদের সাহসীকতার পরীক্ষা নিতে নাকি অদ্ভুত ফ্যাশন শো’টি করা হয়।