g ‘দাহ্য বরফ’ থেকে গ্যাসে চীনের সাফল্য | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৫ই অক্টোবর, ২০১৭ ইং ৩০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

‘দাহ্য বরফ’ থেকে গ্যাসে চীনের সাফল্য

AmaderBrahmanbaria.COM
মে ২০, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের তলদেশে প্রাপ্ত বরফ-সদৃশ বস্তু থেকে প্রথমবারের মতো গ্যাস উৎপাদন করতে পেরেছে চীন। ভবিষ্যতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় এ ঘটনা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিষয়টিকে বিরাট সাফল্য হিসেবে দেখেছে চীন।

মিথেন হাইড্রেটে- যা ‘দাহ্য বরফ’ নামেও পরিচিত- প্রাকৃতিক গ্যাস সঞ্চিত থাকে।

যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশ মিথেন হাইড্রেট থেকে গ্যাস পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে; তবে সেটি করার প্রক্রিয়া অত্যন্ত জটিল।

‘দাহ্য বরফ’ কী
দাহ্য বরফে পানি এবং গ্যাস হিমায়িত অবস্থায় মিশ্রিত থাকে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের কেমিকেল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর প্রাভিন লিনজা বিবিসেকে বলেছেন, এটা দেখতে বরফের ক্রিস্টালের মতো, তবে সুক্ষভাবে আণবিক পর্যায়ে দেখলে বোঝা যায়, মিথেনের অণুগুলো পানির অণুতে ঘেরা।

আনুষ্ঠানিকভাবে মিথেন ক্ল্যাথারেটস বা হাইড্রেট নামে পরিচিত এ উপাদানটি অত্যন্ত নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপে থৈরি হয়।

সমুদ্র তলদেশ ও ভূগর্ভস্থ চিরহিমায়িত অঞ্চলের নিচে এটি পাওয়া যায়।

তাপমাত্রা অত্যন্ত হম হলেও এগুলো দাহ্য।

ভবিষ্যতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় মিথেন হাইড্রেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। একে পৃথিবীর সর্বশেষ কার্বনভিত্তিক জ্বালানি বলেও মনে করা হয়।

এ জাতীয় আরও খবর