g ‘আমার স্ত্রীকে তারা ধর্ষণ করেছে’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৭ই অক্টোবর, ২০১৭ ইং ২রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

‘আমার স্ত্রীকে তারা ধর্ষণ করেছে’

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৪, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : এক কন্যা সন্তানকে হারিয়ে পাকিস্তানে জঙ্গিগোষ্ঠী তালেবানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে পাঁচবছর পর জোশুয়া বোয়লি, তার আমিেরকান স্ত্রী এবং তিন সন্তান নিয়ে কানাডায় ফিরেছেন।

শনিবার কানাডিয়ান সরকার এ তথ্য জানিয়েছে বলে ডনের খবরে বলা হয়।

শুক্রবার কানাডার টরেন্টো বিমানবন্দরে পৌঁছে জোশুয়া হোয়লি সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তানে হাক্কানি নেটওয়ার্ক তার শিশু কন্যা সন্তানকে হত্যা করেছে। বন্দি থাকাকালীন আমার স্ত্রীকে তারা ধর্ষণ করেছে।’

২০১২ সালে বোয়লি এবং তার স্ত্রী কেইটল্যান কোলম্যান আফগানিস্তানে দীর্ঘপথ হাঁটার সময় অপহৃত হন। তারপর তালেবানের সহযোগী জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের নজরদারিতে তাদের পাকিস্তানে নেওয়া হয়।

তালেবানের অপহরণের পাঁচবছর পর গত বুধবার এই দম্পতিকে উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম আদিবাসী এলাকায় অভিযান চালানোর সময় তাদের উদ্ধার করে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবারটিকে পাকিস্তান থেকে কানাডায় ফেরত পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর