g খালেদার কার্যালয় ছেড়েছে পুলিশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৯ই অক্টোবর, ২০১৭ ইং ২৪শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

খালেদার কার্যালয় ছেড়েছে পুলিশ

AmaderBrahmanbaria.COM
মে ২০, ২০১৭

---

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে কিছুই পায়নি পুলিশ। নাশকতার সরঞ্জাম খুঁজতে দুই ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালায় তারা। তবে  খালি হাতেই বের হয়ে আসে তারা। অভিযান শেষে গুলশান থানা থেকে দেওয়া তল্লাশি তালিকা দেখা গেছে, সেখানে কিছুই পাওয়া যায়নি।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গুলশানের কার্যালয়ে প্রবেশ করে পুলিশ। গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সকাল পৌনে ১০টার দিকে তারা চলে যায়।

অভিযান শুরুর সময় গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, ‘খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো জিনিস রয়েছে-এই মর্মে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সেজন্য তল্লাশি চালানো হয়েছে।’

পুলিশের এ অভিযান প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই উদ্দেশ্যমূলকভাবে তার কার্যালয়ে পুলিশি অভিযান চালানো হয়েছে।’

বিএনপি কার্যালয়ের ভেতরে

রিজভী আরও বলেন, ‘পুলিশ শূন্য হাতে ফিরে গেছে। খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই ক্ষমতাসীন সরকার এই পুলিশি হানা দিয়েছে। এটা গণতন্ত্রের সভ্যতার চরম পরিপন্থী।’

দলীয় প্রধানের কার্যালয়ের অভিযান প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করতেই সরকার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। কোনও কারণ ছাড়াই খালেদা জিয়ার অফিসে পুলিশের তল্লাশি গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা।’