এই বাবা-ছেলের কেমিষ্ট্রি দেখতেই অপেক্ষায় সিনেপ্রেমীরা
---
বিনোদন ডেস্ক : দু’জনেই তুখোড় অভিনেতা৷ একসঙ্গে বহুবার স্ক্রিন শেয়ার করেছেন৷ ‘অমর আকবর অ্যান্টনি’ হোক বা ‘কভি কভি’, যখনই পর্দায় এসেছেন দু’জনে মাতিয়ে দিয়েছেন৷ কিন্তু এবার তাঁদের দেখা যাবে একেবারে অন্য রূপে৷ একজন বাবার ভূমিকায়, অন্যজন ছেলে৷ আর এই বাবা-ছেলে মিলেই জমবে ‘১০২ নট আউট’৷ অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের এ ছবিরই ফার্স্ট লুক প্রকাশ হল সম্প্রতি৷
গুজরাটি এক নাটক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এ ছবি৷ নাটকটিরও নাম ছিল ‘১০২ নট আউট’৷ মঞ্চ থেকে সেটিকে পর্দায় তুলে আনছেন পরিচালক উমেশ শুক্লা৷ ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে ঋষি কাপুরের বাবার ভূমিকায়৷ এ চরিত্রের বয়স ১০২ বছর৷ অন্যদিকে পঁচাত্তর বছর বয়সী ছেলের ভূমিকায় আছেন ঋষি৷ দু’জনের রসায়নই এ ছবির প্রাণ৷ গুজরাটি সে নাটকটি যাঁরা দেখেছেন তাঁরা জানেন, সংলাপে-অভিব্যক্তিতে কেমন জমজমাট হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত৷ সুতরাং এরকম একটি কাহিনিকে পর্দায় তুলে আনতে গেলে দু’জন বলিষ্ঠ অভিনেতার দরকার ছিল৷ পরিচালকের এই পছন্দের তারিফ করছে বলিপাড়া৷ কেননা এই দুই অভিনেতা যেভাবে এ কাহিনির প্রতি সুবিচার করতে পারবেন, তেমনটা হয়তো আর কেউই নন৷ বস্তুত ফার্স্ট লুক থেকেই যেন তাঁর প্রমাণ দিচ্ছেন তাঁরা৷ একদিকে বৃদ্ধ অমিতাভের চোখেমুখে খেলছে প্রবল কৌতুক৷ অন্যদিকে ঋষি তুলনায় গম্ভীর, বাপ-ছেলের খিটিমিটি আর তার মধ্যে দিয়ে উঠে আসা বার্তাই যে এ ছবির সম্পদ, তার ইঙ্গিত মিলছে এই ফার্স্ট লুক থেকেই৷
বয়স্কদের সম্মান করার বার্তা ইতিমধ্যেই দিয়েছেন বিগ বি৷ সম্প্রতি টুইটারে তিনি জানিয়েছেন, বয়স্কদের সম্মান করুন৷ কোনও ভুল করলে তা স্বীকার করুন৷ কেননা জীবন এরকমই যে, আজ যে যুবক, একদিন তাকেও বৃদ্ধ হতে হবে৷