মঙ্গলবার, ২০শে জুন, ২০১৭ ইং ৬ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, জঙ্গিবাদ রুখে দিলে দেশের উন্নয়ন আরো দ্রুত সম্ভব-আইনমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
মে ২০, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আনতে গেলে দেশের প্রতিটি পরিবারের সদস্যকে সরকারকে সহযোগিতা করতে হবে। জঙ্গিবাদ রুখে দিলে দেশের উন্নয়ন আরো দ্রুত সম্ভব। জনগনের উন্নয়নই সরকারের ব্রত। তাই জনগনকে সাথে নিয়েই সরকার এগিয়ে যাবে। জনগনের সহযোগিতা থাকলে সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জন করা কঠিন হবে না। এছাড়াও তিনি বলেন, মাদকের যে আগ্রাসন তাও একটি ষড়যন্ত্রের অংশ। মাদকের বিরুদ্ধে সকলে এগিয়ে না আসলে সব কিছু পুলিশ একা করে দিতে পারবেনা। তিনি শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নব-নির্মিত থানা ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডি, আই,জি এস, এম, মনিরুজ্জামান (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর