রবিবার, ১৪ই মে, ২০১৭ ইং ৩১শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতিতে দায়ী পাকিস্তান : ট্রাম্প

AmaderBrahmanbaria.COM
মে ১২, ২০১৭

অনলাইন ডেস্ক : সম্প্রতি সময়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। আর দু’টি দেশের সম্পর্কের ক্রমাগত অবনতির জন্য পাকিস্তানকেই দায়ী করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

এ ব্যাপারে ন্যাশনাল ইন্টালিজেন্সের এর নির্দেশক ড্যানিয়েল কোটস বলেন, ভারতবিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে সহযোগিতা বন্ধ করতে পাকিস্তান ব্যর্থ। পাশাপাশি, সীমান্তে হওয়া হামলায় তদন্তের ক্ষেত্রে পাকিস্তান কোন কৃতিত্ব দেখাতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

এসময় কোটস আরও বলেন, ২০১৬ সালে পাকিস্তান পার করে জঙ্গিরা ভারতে এসে আরও দু’টি বড় হামলা করার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নিয়েছে।

উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে সীমান্তের কাছে কৃষ্ণা ঘাটিতে দুই ভারতীয় সেনা সদস্যকে হত্যা করে তাঁদের দেহ ছিন্নভিন্ন করে দিয়ে যায় পাক সেনা। জবাবে ৬টি অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইলে পাক সেনাকে আঘাত করেছে ভারতীয় সেনা।