বৃহস্পতিবার, ১৮ই মে, ২০১৭ ইং ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়ায় উপজেলার বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

AmaderBrahmanbaria.COM
মে ১৪, ২০১৭

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি ও পৌর বিএনপির যৌথ প্রতিনিধি সভা শনিবার সকালে পৌরশহরের উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় আখাউড়া-কসবার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম. মুশফিকুর রহমান বলেন, ভোটের অধিকার নিশ্চিত করতে হলে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে। আর এজন্য দলকে সুসংগঠিত করতে হবে। তিনি বলেন, অচিরেই ছাত্রদল, যুবদল ও বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হবে। বিগত ইউনিয়ন পরিষদ ও পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে যারা সরকারী দলের পক্ষে কাজ করেছেন তাদের প্রতি ইঙ্গিত করে মুশফিকুর রহমান বলেন, ভালো না লাগলে চলে যান, কিন্তু দলে থেকে শত্রুতা করবেন না। তিনি বলেন, যাদের সাথে আঁতাত করে চলছেন তারা আপনাদেরকে পচাবে কিন্তু দলে নিবে না। এসময় মুশফিকুর রহমান ত্যাগী, উদ্যমী নেতাদেরকে নেতৃত্বে এনে কমিটি গঠনের নির্দেশ দেন।

উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জি. মো: মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, যুবদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ছাত্রদলের সভাপতি আলামিন মোল্লা, পৌর ছাত্রদল সিনিয়র সহভাপতি নয়ন ভূইয়া, সাধারণ সম্পাদক আসসাদিক ভূইয়া গালিব, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো: মামুন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, যারা দলের গুরুত্বপূর্ণ পদে থেকে দলের পক্ষে কাজ করছে না তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। ছাত্রদল, যুবদল, ও মূল দলের মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ড  ও ইউনিয়ন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করার দাবী জানান তারা। কয়েকজন বক্তা ছাত্রদলের সভাপতি ও বিএনপি সভাপতির কর্মকান্ডের সমালোচনা করে বক্তৃতা দেন। এনিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বাক-বিতন্ডা দেখা দেয়। পরে মুশফিকুর রহমান ও জেলা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।