রবিবার, ১৪ই মে, ২০১৭ ইং ৩১শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে শিক্ষকদের মানব বন্ধন

AmaderBrahmanbaria.COM
মে ১২, ২০১৭
news-image

ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুর : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে ৫ দফার দাবিতে শিক্ষকরা মানবন্ধন কর্মসূচী পালন করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্ত¦রে এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ মাইনউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি শিউলি শাহনাজ, মোঃ আল মামুন ভূইয়া, আব্দুল অহিদ, মমতাজ বেগম, কাব সম্পাদক গোরফান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মহরম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পলাশ, কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য জোহা আক্তার প্রমুখ। উক্ত মানববন্ধনে উপজেলার সবকটি স্কুল থেকে শিক্ষকরা যোগদেন। এসময় শিক্ষকরা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে-(১).২০১৪ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণি গেজেটেড ঘোষণা করায় করস্পন্ডিং স্কেল সহ ১০তম গ্রেডও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান। (২). সহকারি শিক্ষক পদকে এন্ট্রিপদ ধরে শতভাগ পদোন্নতি। (৩). স্টেনোগ্রাফারদের পদোন্নতি বাতিল পূর্বক প্রধান শিক্ষকদের সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সহকারি মনিটরিং অফিসার, সহকারি ইনস্ট্রাকটর পদে পদোন্নতি প্রদান। (৪). সমাপনী পরিক্ষা ব্যতিত সকল পরিক্ষা বিদ্যালয় ভিত্তিক গ্রহণ। (৫). প্রাথমিক শিক্ষকদের নন ভেকেশনাল হিসেবে গন্য করা।