শনিবার, ১৫ই জুলাই, ২০১৭ ইং ৩১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বিয়ে বাড়ির দেয়াল ধসে নিহত ২৬

AmaderBrahmanbaria.COM
মে ১১, ২০১৭

---

ভারতের রাজস্থান রাজ্যে ঝড়ের প্রকোপে একটি বিয়ে বাড়ির দেয়াল ধসে পড়ে চার শিশুসহ অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে রাজস্থানের ভরতপুর জেলায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজস্থান পুলিশের সুপারিনটেন্ডেন্ট অনিল তাঙ্ক বলেছেন, নিহতদের মধ্যে অন্তত ১১ জন পুরুষ, সাতজন নারী ও চার শিশুকে শনাক্ত করা গেছে।

তিনি জানান, ধসে পড়া দেয়ালের সঙ্গে একটি টিনশেড বাড়ি ও কিছু খাবারের দোকান ছিল। দেয়ালটি ৯০ ফুট দীর্ঘ ও ১২-১৩ ফুট উঁচু ছিল।

রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে এ হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন। আহতদের সব রকম সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর