একই যন্ত্রে বিশুদ্ধ বাতাস, জ্বালানি উৎপাদন
আন্তর্জাতিক ডেস্ক :বাতাস পরিশোধনের ডিভাইস তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছেন বেলজিয়ান বিজ্ঞানীরা। মঙ্গলবার সাইন্স ডেইলি তাদের এক প্রতিবেদন এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীদের তৈরি ডিভাইসটি শুধু দূষিত বাতাস শুদ্ধই করবে না। একই সঙ্গে হাইড্রোজেনও উত্পন্ন করবে, যা জ্বালানি হিসেবে কাজে লাগানো যাবে।
জানা গেছে, এই ডিভাইসটিতে দু’টি প্রকোষ্ঠ রয়েছে। যার একটি দূষিত বাতাস পরিশুদ্ধের জন্য। অন্য প্রকোষ্ঠে বাতাস পরিশোধনের পর উত্পন্ন হাইড্রোজেন গ্যাস গিয়ে জমা হবে।ন্যানো-অনুঘটক সমৃদ্ধ বিশেষ মেমব্রেন বা ঝিল্লি দিয়ে ডিভাইসের প্রকোষ্ঠ দু’টির বিভাজন করা হয়েছে।
বিজ্ঞানীরা জানান, সূর্যালোকের উপস্থিতিতে ওই ন্যানো-অনুঘটকই দূষিত বাতাসকে পরিশোধন করে হাইড্রোজেন ফুয়েল তৈরি করবে। এই ন্যানো-ক্যাটালিস্টের সৌরদক্ষতা আরও কী করে বাড়িয়ে বাণিজিকভাবে কাজে লাগানো যায়, পরবর্তী ধাপে তা নিয়েই গবেষণা চলছে বেলজিয়ামের এই বিজ্ঞানীদের।