g শেষমুহূর্তে অস্ট্রেলিয়ার নতুন টালবাহানা! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৬ই অক্টোবর, ২০১৭ ইং ২১শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

শেষমুহূর্তে অস্ট্রেলিয়ার নতুন টালবাহানা!

AmaderBrahmanbaria.COM
মে ৪, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :এরই মধ্যে সফরের দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়ে গেলেও শেষমুহূর্তে এসে নতুন টালবাহানা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ড নাকি এখনো বাংলাদেশ সফর নিয়ে নিশ্চিত নয়। নিরাপত্তা ইস্যুতেও সর্বোচ্চ পর্যায়ে সন্তুষ্ট নয় দেশটি। এই কারণে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে আবার নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। এমনটিই জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

ওয়েবসাইটটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এখনো পর্যবেক্ষণ করছে দেশটি। তাই বাংলাদেশ সফরের বিষয়টি এখনো নিশ্চিত নয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন কর্তাব্যক্তি জানিয়েছেন, বাংলাদেশ সফরে যাওয়ার আগে ক্রিকেটার ও অফিশিয়ালদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকারে রেখেছে তারা। এ ছাড়া সফরের সিদ্ধান্ত নেওয়ার আগে অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইনটেলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও), দেশটির বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং নিরাপত্তা পর্যবেক্ষকদের পরামর্শ নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষ থেকে সফরের ঘোষণা হলেও এখনো সে বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেনি দেশটি। দেশটির ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে এখনো আগের অবস্থানেই রয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ডেভিড পিভার সফরের বিষয়ে তাঁকে নিশ্চিত করেছেন বলে গণমাধ্যমকে জানান বিসিবি সভাপতি। সফর প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আইসিসির মিটিংয়ের শেষ দিন ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতির সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে। তারা রাজি এই সিরিজ খেলতে। এমনকি প্রথম টেস্ট দেখার জন্য সস্ত্রীক আসবেন তিনি।’

কেবল সফরই চূড়ান্ত নয় দিনক্ষণও অনেকটা নিশ্চিত বলে জানান বিসিবি সভাপতি। ‘কোরবানির আগে-পরেই এই দুটি টেস্ট হবে বলে আমরা ঠিক করেছি। ঈদের ছুটি শুরু হওয়ার একদিন কিংবা দুদিন আগে প্রথম টেস্ট শেষ হবে। আর ঈদের তৃতীয় দিনে শুরু হতে পারে দ্বিতীয় টেস্ট। প্রাথমিকভাবে আমরা এভাবেই ঠিক করেছি।’

এ জাতীয় আরও খবর