চেলসির জয়, ম্যানসিটির ড্র
---
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। অন্যদিকে হার ও ড্রয়ের বৃত্তেই রয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে এভারটনকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। অন্যদিকে মিডেলসবার্গের বিপক্ষে দুইবার পিছিয়ে পরেও ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।
রোববার এভারটনের বিপক্ষে প্রথমার্ধে অবশ্য কোনো গোলের দেখা পায়নি চেলসি। গোলমুখ খুলতে ৬৬ মিনিট সময় নেয় ব্লুজরা। এ সময় পেদ্রোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৭৯ মিনিটে গ্যারি কাহিলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আর ৮৬ মিনিটে উইলিয়ান গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি। এ জয়ের ফলে ৩৪ ম্যাচ থেকে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ব্লুজরা। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে রয়েছে চেলসি। অবশ্য টটেনহ্যাম একটি ম্যাচ কম খেলেছে।
এদিকে মিডেলসবার্গের মাঠে দুইবার পিছিয়ে পরেও ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ৩৮ মিনিটে মিডলসবার্গের আলভারো নেগ্রেদো গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় স্বাগতিকরা। বিরতির পর ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানসিটিকে সমতায় ফেরান সার্জিও আগুয়েরা। ৭৯ মিনিটে কালুম চ্যাম্বার্সের গোলে আবারো এগিয়ে যায় মিডলসবার্গ। তবে ৮৫ মিনিটে ম্যানসিটির গ্যাব্রিয়েল জেজাস গোলের দেখা পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে গার্দিওলার দল।
এ ড্রয়ের ফলে ৩৪ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ম্যানসিটি। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। ৩৪ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড।