মঙ্গলবার, ৪ঠা জুলাই, ২০১৭ ইং ২০শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

কালবৈশাখী বইয়ে দিলেন ওয়ার্নার!

AmaderBrahmanbaria.COM
মে ১, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : বৈশাখ মাস চলছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই হানা দিচ্ছে কালবৈশাখী। কিন্তু হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় উঠল ব্যাট-বলের ঝড়। একেবারে ভয়ানক কালবৈশাখী। আর সেই ঝড় তুললেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৪৩ বলের সেই ঝড়ে উড়ে গেল কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইনআপ। ৪৩ বলে সেঞ্চুরি করার পর ১২৬ রানে থামলেন ওয়ার্নার!

টসে জিতে ফিল্ডিং নেওয়া নাইট বোলারদের এদিন বেদম প্রহার করেছেন ওয়ার্নার। কোল্টার নাইল, সুনিল নারিন, উমেষ যাদব কিংবা ইউসুফ পাঠানদের নির্দয় ভাবে সীমানাছাড়া করেছেন। বাউন্ডারি হাঁকিয়েছেন ১০টি আর ওভার বাউন্ডারি ৮টি! তিন অংকে পৌঁছতে সময় নেন মাত্র ৪৩ বল। এরপর যেন আরও আগ্রাসী হয়ে উঠেন তিনি। ২১৩.৫৫ স্ট্রাইক রেটে ১২৬ রান করতে তিনি সময় নিয়েছেন মাত্র ৫৯ বল।

এর আগে ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ওয়ার্নারের তাণ্ডব দেখে অপর প্রান্তে থাকা শিখর ধাওয়ান যেন দর্শক হয়ে দেখছিলেন সতীর্থের ব্যাটিং। শেষ পর্যন্ত ক্রিস ওকসের বলে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভিরের হাতে ধরা পড়েন ওয়ার্নার। এই রিপোর্ট লেখা পর্যন্ত হায়দরাবাদের রান ১৮ ওভারে ২ উইকেটে ১৮৭। আজ কলকাতার হয়ে সাকিব কিংবা হায়দরাবাদের হয়ে মুস্তাফিজ কেউই মাঠে নামেননি। তাই সাকিব বনাম মুস্তাফিজ দ্বৈরথ দেখা হলো না।