শনিবার, ৬ই মে, ২০১৭ ইং ২৩শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

নবীনগর বাসীর দুঃস্বপ্নের দিন : পহেলা মে প্রলয়ংকারী ঘূর্নিঝড়ে দেড়শতাধিক যাত্রী প্রাণ হারায়

AmaderBrahmanbaria.COM
মে ১, ২০১৭

নবীনগর প্রতিনিধি : আজ পহেলা মে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরবাসীর চরম দুঃস্বপ্নের দিন । ২০০০ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ প্রলয়ংকারী ঘুর্নিঝড়ের কবলে পরে নরসিংদী থেকে নবীনগরগামী এম, ভি বেঙ্গল বার্ড ও নবীনগর থেকে ভৈরব গামী এম ভি ডলফিন নামক দুইটি লঞ্চ মেঘনা নদীতে ডুবে গিয়ে নবীনগরের দেড় শতাধিক যাত্রী প্রাণ হারায়। এটাই ছিল নবীনগরের প্রাকৃতিক দূর্যোগে সর্ব বৃহৎ প্রাণহানির ঘটনা । ওই ঘুর্নিঝড়ে অগনিত গবাদি পশু সহ প্রায় দুই শতাধিক ঘরবাড়ি লন্ড ভন্ড হয়ে গিয়েছিল। এই নৌ রুটে ঝুকিপূর্ণ ফিটনেস বিহীন লঞ্চের কারনে এ দুর্ঘটনাগুলো প্রায়ই ঘটে থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কোন সুযোগ সুবিধা এই নৌ-রুটের লঞ্চগুলিতে নেই। এখন বর্ষাকাল, চার দিকে বইছে প্রচন্ড কাল বৈশাখী ঝড়, ফলে লঞ্চ ডুবির আশংকা প্রকট । সেই মর্মান্তিক দুর্ঘটনার পূনরাবৃত্তি ঘটার আশংকায় নবীনগরবাসী আতংকিত। জনসাধারনের দাবী, সংশ্লিষ্ট কৃর্তৃপক্ষ এ সব ফিটনেসবিহীন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন উপকরণহীন লঞ্চগুলোকে যথাযথ আইনি প্রক্রিয়ার নিয়ম শৃংখলার মধ্যে এনে যাত্রীদের জীবনমাল রক্ষার পদক্ষেপ গ্রহন করবে । প্রলয়ংকারী ঘূর্নিঝড়ে নিহতের স্বজন নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা বলেন, আমরা দিনটিকে ঘরোরাভাবে পালন করলেও কেউ আমাদের খবর নেই না।