নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতে বিএনপির আহ্বান
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
দলটির দাবি, সবার জন্য সমান ক্ষেত্র তৈরি হলেই কেবল বিএনপি নির্বাচনে অংশ নেবে।
মঙ্গলবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিতে চাই। কিন্তু, এজন্য আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’
মির্জা ফখরুলের অভিযোগ, পুরনো মামলার সঙ্গে নতুন করে মামলা দিয়ে সরকার বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করছে।
এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, নিরপেক্ষ সরকার ও নেতাকর্মীদের মুক্তি দেয়া না হলে বিএনপি কখনও নির্বাচনে অংশ নেবে না।
এ সময় বিএনপি মহাসচিব বন্যাকবলিত হাওড় এলাকাকে দুর্গত অঞ্চল ঘোষণাসহ ৭ দফা দাবি জানান।
অন্যান্য দাবিগুলো হচ্ছে- ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ মওকুফ করা, নতুন ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের মাঝে সুদমুক্ত ঋণ দেয়া, বিনামূল্যে কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা, নতুন ফসল না ওঠা পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা, হাওড়ের ক্ষতিগ্রস্ত বাধ নির্মাণ ও সংস্কার করা, সময়মতো নদীসমূহের ড্রেজিং করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমরান সালেহ প্রিন্স, সহকৃষিবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।