শুক্রবার, ২১শে এপ্রিল, ২০১৭ ইং ৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

মাদ্রাসায় পড়লে জঙ্গি, এই ধারণা হতে বের হতে হবে : আইজিপি

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১১, ২০১৭

নিউজ ডেস্ক : মাদ্রাসায় পড়লেই মানুষ জঙ্গি হয়ে যায় এই ধারণা হতে আমাদের বের হতে হবে বলে জানিয়েছেন পুলিশ আইজিপি এ কে এম শহিদুল হক। মঙ্গবার গুলশান-২ এ হোটেল লেকশোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, জঙ্গিবাদে মাদ্রাসার ছাত্র খুবই কম। হিসেব করলে দেখা যায় মাত্র ৩০ ভাগ ছাত্র থাকতে পারে। যারা ইংলিশ মিডিয়াম ও বিদেশে পড়ালেখা করে তারা উচ্চশিক্ষা নিয়ে এ কাজ করে থাকে।জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা।

তিনি বলেন, কয়েক দিন আগে মক্কা হতে আগত মাওলানারা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে গেছেন। জঙ্গিরা আসলে ইসলামের ক্ষতি করে। আর যারা নতুন বাসা ভাড়া নেয় তাদের সম্পর্কে পুলিশকে জানাতে হবে। তার এসে তিন দিনের মধ্যে খোঁজ খবর নিয়ে তাদের সম্পর্কে সঠিক তথ্য বের করবেন।

তিনি আরো বলেন, ব্লগাররা ইসলামের বিরুদ্ধে লিখেছে বলে তাদের হত্যা করে নিজের হাতে কি আইন তুলে নিতে হবে? আমরা তো তাদের বিরুদ্ধে মামলাও করে ছিলাম। কাফের ,মুশরিকদের কি আমাদের নবী হত্যা করেছেন? কোন সময়ে কি প্রেক্ষিতে কোন সূরা নাযিল হয়েছে তাও আমাদের জানতে হবে।