শুক্রবার, ২১শে এপ্রিল, ২০১৭ ইং ৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১১, ২০১৭

আশুগঞ্জ প্রতিনিধি ‘‘বাজেট সভায় অংশগ্রহন করবো, নিজের চাহিদা নিজেই বলবো’’ এই শ্লোগাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট উপস্থাপন করেছে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন। ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেটে ২কোটি ৯১ লক্ষ ৮ হাজার ১শত ৫৪ টাকা। যা গত ২০১৬-২০১৭ অর্থ বছরের তুলনায় ৬২ লক্ষ ২৮ হাজার ৩ শত ৯০টাকা বেশি। বিগত বছর ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ছিল ১ কোটি ৫৬ লক্ষ ৮৯ হাজার ৭ শত ৬৪ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, সদর ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান সেলিম মিয়া, বন্দর আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান বকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কবির আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন ফরহাদ, ছাত্রলীগনেতা মহিউদ্দিন, রিফাত শিকদারসহ সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ ও সদর ইউনিয়ন পরিষদের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জনসাধারণবৃন্দ উপস্থিত ছিলেন।