আখাউড়ায় বিজিবি মতবিনিময় সভা অনুষ্ঠিত
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ১১, ২০১৭
            
          আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি এবং মানব পাচার , মাদক এবং চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মো. আহসানুজ্জান, এসপিপি, জি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ১২ বর্ডার গার্ড সরাইল অধিনায়ক ল্যা: কর্ণেল শাহ আলী, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন, পৌর মেয়র তাকজিল খলিফা, উপজেলা সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা প্রমুখ। আলোচনা শেষে সভায় উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মো: আহসানুজ্জান (এসপিপি, জি)।
 
        