আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে অংশ নিতে ঢাকা ছাড়লেন মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়েছেন বিস্ময় বালক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড ফ্যান পেইজে ছবি আপলোড দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ নিজেই।
আজ বিকালে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবেন সেটা গতকাল (সোমবার) গ্রামেরবাড়ি সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে সাংবাদিকদের জানিয়েছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। এবারের আইপিএল আসরে খেলতে যাওয়ার তো কথা ছিল গতকাল সোমবার। কিন্তু ভিসা পেতে একদিন দেরি হওয়ায় আজ রওয়ানা দিলেন দ্য ফিজ।
উল্লেখ্য, গত বারের মত এবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাবেন ‘দ্য ফিজ’। ২০১৬ সালের আইপিএলের নবম আসরে নিজের প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়েই বাজিমাত করেন মুস্তাফিজ। দলের হয়ে ১৬টি ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭টি উইকেট। গেলো মৌসুমে নিজেকে প্রমাণ করায় ২১ বছর বয়সী এই পেসারকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।