ফেসবুকের পেছনে প্রতি মাসে ব্যয় ১৫০ কোটি টাকা!
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ১০, ২০১৭
            
          অনলাইন ডেস্ক : বাংলাদেশে শুধুমাত্র ফেসবুকের পেছনে প্রতি মাসে খরচ হচ্ছে প্রায় ১৫০ কোটি টাকা! দেশে ব্যবহৃত মোট ডাটার ২৫ থেকে ৩০ শতাংশ ফেসবুকের জন্য ব্যবহার হয় ধরে নিয়ে ইন্টারনেট ব্যান্ডউইথের বাজারমূল্য হিসাব করে এই তথ্যটি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশে প্রতিদিন ৪০০ জিবিপিএস (গিগাবাইটস পার সেকেন্ড) ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার হয়। এর মধ্যে ২৫ থেকে ৩০ ভাগ ডাটা ফেসবুকের জন্য ব্যবহৃত হলে ফেসবুক ব্যবহারকারীরা প্রতি মাসে ১০০ জিবিপিএস ব্যবহার করেন।
ইন্টারনেট ব্যান্ডউইথের বাজারমূল্য হিসাব করে দেখা গেছে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা প্রতিমাসে প্রায় দেড়শ’ কোটি টাকা ফেসবুকের পেছনে ব্যয় করেন বলে জানান মহিউদ্দীন আহমেদ।
 
        

