পদ্মা সেতু পরিদর্শন করতে গিয়ে যা খেলেন সৌদির অতিথিরা
পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছেন সৌদি আরবের মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম ও মদীনা শরীফের মসজিদে নববীর খতীব শায়খ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম। রোববার দুপুর ১২টার দিকে শিমুলিয়া ঘাটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে বিআইডব্লিউটিসির জাহাজ মধুমতিতে চরে তারা এ ভ্রমন করেন।
এসময় অতিথিদের দুপুরে বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করানো হয়। খাবার তালিকায় ছিলো কাচ্চি বিরিয়ানী,গরুর রেজালা, খাসির রেজালা, মুরগী ফ্রাই, বিভিন্ন ফলমূলসহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের সরবরাহ করা প্রায় ২৫ প্রকারের পিঠা। অতিথিরা অন্যান্য সব খাবার খেলেও গরুর রেজালা খায়নি।
সৌদি অতিথিদের সাথে আপ্যায়নে অংশ নেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন ও ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, বিআইডব্লিটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সামীম মো. আফজালসহ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে তিন ঘণ্টাব্যাপী ভ্রমনের সময়ে বিদেশি অতিথিদের উদ্দেশ্য মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন ইসলামী ফাউন্ডেশন।