চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ রুবেলের
স্পোর্টস ডেস্ক :কম্বিনেশনের কারণে শ্রীলঙ্কা সফরে কোনো ম্যাচ পাননি রুবেল হোসেন। কিন্তু দলের পাশে থেকে পুরোটা সফরে সাহস জুগিয়েছেন। পরিবর্তিত ক্রিকেটার হিসেবে মাঠেও নেমেছেন দুই-একবার।
সেরা একাদশে থাকতে পারেননি বলে মন খারাপ নেই রুবেলের। নেই কোনো চাপা ক্ষোভও। তিন ফরম্যাটে দলের সাফল্যের সঙ্গী হতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন ডানহাতি এই পেসার। তাইতো দলের সাফল্যকে দেখছেন খুব বড় করে, ‘আমরা সফল একটা সফর করেছি শ্রীলঙ্কাতে। ওদের দেশে সব ফরম্যাটে ড্র করা কিন্তু কম কথা না। ভালো একটা সফর গেছে বাংলাদেশের জন্য।’
ম্যাচ খেলার সুযোগ না হলেও ভিন্ন কন্ডিশনে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন রুবেল। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গেও তাকে আলাদা কাজ করতে দেখা গেছে। তবুও ম্যাচ খেলতে মুখিয়ে ছিলেন তিনি, ‘একজন খেলোয়াড় যখন টানা ম্যাচ খেলে তখন তার আত্মবিশ্বাস অন্য লেভেলে চলে যাবে। ম্যাচ না খেললে নিজের কাছেও নিজেকে নড়বড়ে অনুভব হয়। ভাবনায় চলে আসে, “এই ম্যাচটা খারাপ খেললে পরের ম্যাচে হয়তো বাদ পড়তে পারি”।’
রুবেলের ভাবনায় এখন জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ডানহাতি এই পেসার এখন থেকেই সেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। রোববার তাকে পাওয়া গেল মিরপুরের জিমে। মুখিয়ে আছেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। সেখানে কয়েক ম্যাচ খেলে শতভাগ প্রস্তুতি নিতে চান বাগেরহাটের এই পেসার, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এই লিগে ভালো খেলা দরকার। কারণ, সামনে চ্যাম্পয়নস ট্রফি আছে। এখানে ভালো করতে পারলে আমার জন্য ভালো হবে। গত বছর প্রাইম ব্যাংকের হয়ে খেলেছিলাম। এ বছর ম্যাচ বাই ম্যাচ উন্নতি করার চেষ্টা করব।’
চোট কাটিয়ে জাতীয় দলে ফিরে ভালো করতে না পারায় জায়গা হারিয়েছিলেন রুবেল হোসেন। নিউজিল্যান্ড থেকে ফিরে বাংলাদেশ ক্রিকেট লিগে দারুণ পারফর্ম করে আবারও শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে ডাক পান।