সোমবার, ২৪শে এপ্রিল, ২০১৭ ইং ১১ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

তরুণদের সঠিক শিক্ষা দিতে হবে : ঢাকায় মক্কার ইমাম

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৮, ২০১৭

 

নিজস্ব প্রতিবেদক : ইসলামের নামে বিশ্বব্যাপী জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই মুসলিম তরুণদের জঙ্গিবাদমুক্ত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন সফররত সৌদি আরবের অতিথিরা।

আজ শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে জমঈয়তের আহলে হাদিসের কার্যালয় উদ্বোধনকালে অতিথিরা এসব কথা বলেন।

সৌদি আরবের পবিত্র কাবা শরিফ মসজিদুল হারামের ইমাম, খতিব ও ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম বলেন, ‘সমাজে যাতে সন্ত্রাসমূলক কাজ ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে প্রকৃত আলেম সমাজকে সচেতন থাকতে হবে। মুসলিম তরুণদের সঠিক শিক্ষা দিতে হবে, যাতে ইসলাম থেকে তাদের বিচ্যুতি না ঘটে।’

এ সময় সৌদি আরবের মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিমসহ সফররত অতিথিরা বক্তব্য দেন। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অতিথিদের হাতে সর্বোচ্চ নাগরিক সম্মাননার নিদর্শনস্বরূপ ঢাকার প্রতীকী চাবি তুলে দেন।

অতিথিদের উদ্দেশে মেয়র সাঈদ খোকন বলেন, যে কোনো প্রয়োজনে মক্কা ও মদিনার পাশে থাকবে ঢাকা।

এ জাতীয় আরও খবর