সোমবার, ২৪শে এপ্রিল, ২০১৭ ইং ১১ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ঢাকা-দিল্লি প্রতিরক্ষা চুক্তি নয়, হচ্ছে সমঝোতা স্মারক

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৭, ২০১৭
news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের ভারত সফরে ঢাকা ও দিল্লির মধ্যে কোনো প্রতিরক্ষা চুক্তি হচ্ছে না। তবে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সমঝোতা স্মারক দুটির মেয়াদ হবে পাঁচ বছর করে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত যুগ্ম-সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন।

একটি সমঝোতা স্মারক প্রতিরক্ষা সহযোগিতাকে নির্দিষ্ট কাঠামোর ভেতর নিয়ে আসবে আর অন্যটি হবে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা সংক্রান্ত। তবে তিস্তা নিয়ে এই সফরে চুক্তির সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়ে ভারত এটাও জানিয়েছে যে এই নদীর পানি ভাগাভাগি নিয়ে দেশের ভেতরে কোনও ঐকমত্যে তারা এখনও পৌঁছাতে পারেনি।

এদিকে, আজ বেলা ১২.৩৫ মিনিটে দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর স্টেশন পালামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর