বুধবার, ১২ই এপ্রিল, ২০১৭ ইং ২৯শে চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৭, ২০১৭

আশুগঞ্জ প্রতিনিধি॥ দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে হাজী মোঃ সাদেক মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল হামিদ রানা, সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসাইন, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক পদে খাইরুল কবির, সাংগঠনিক সম্পাদক পদে সালাহ উদ্দিন নির্বাচিত হয়েছে।
শুক্রবার বিকেলে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া।
সম্মেলনে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক হাজী সাদেক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আবু নাছের আহমেদ, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল করিম খান সাজু, হেবজুল বারি, হাজী সাঈদুর রহমান, ডাঃ মোবারক আলী চৌধূরী, মুন্সি মিজানুর রহমান সিদ্দিকী, মোশারফ হোসেন মুন্সি, মুনির শিকদার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জজ মিয়া, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈফ উদ্দিন, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আয়ুব খান, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোর্শেদ মাষ্টার, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সায়েদ লাল মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহানা বেগম, সাধারণ সম্পাদক, জৌসনা চৌধুরী, জেলা পরিষদ কাউন্সলির স্বপ্না বেগম, তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাসেল, তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামসু মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহীন শিকদার, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবির, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সম্মেলনের শুরুতেই পদ প্রার্থীগণ ডাক-ঢুল আর বেপু বাশির আওয়াজে বর্নিত বিশাল আকার আকার মিছিল নিয়ে সম্মেলনে অংশ গ্রহণ করে সম্মেলনকে উৎসব আমেজে পরিনত করেন।