মঙ্গলবার, ১৬ই মে, ২০১৭ ইং ২রা জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতকে যুদ্ধংদেহী ভাষায় শাসাল পাকিস্তান

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১১, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে যুদ্ধংদেহী ভাষায় শাসিয়েছে পাকিস্তান।দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সাফ জানিয়ে দিয়েছেন, ‘ভারতের যেকোনো ধরনের হুমকির জবাব দিতে পাকিস্তানি বাহিনী সম্পূর্ণ সক্ষম ও প্রস্তুত।’

গুপ্তচরবৃত্তি ও ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র করার অভিযোগে ভারতের নাগরিক কুলভূষণকে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ড দেওয়ায় ভারতের প্রতিক্রিয়ার জবাবে এ কথা বলেছেন নওয়াজ শরিফ।

তিনি বলেছেন, ‘পাকিস্তান শান্তিপ্রিয় দেশ কিন্তু একে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়।’

ভারত ও পাকিস্তানের সম্পর্কের বিষয়ে নওয়াজ শরিফ বলেন, ‘সহযোগিতার বদলে সংঘর্ষ, যৌথ উন্নয়নের পরিবর্তে সন্দেহবাতিকতা আমাদের নীতির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।’

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলার রিসালপুর শহরে আসগার খান পাকিস্তান এয়ার ফোর্স একাডেমিতে ক্যাডেটদের উদ্দেশে মঙ্গলবার বক্তব্য দেওয়ার সময় ভারতের বিরুদ্ধে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন নওয়াজ শরিফ।

নওয়াজ শরিফের বক্তব্য উদ্ধৃত করে পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, ‘পাকিস্তান তার পক্ষ থেকে বন্ধুত্বের হাত প্রসারিত করতে কখনো কুণ্ঠা বোধ করবে না।’

তিনি আরো বলেন, আজকের দিনে পাকিস্তানি বাহিনীর জন্য যুদ্ধ বিশেষ কোনো বিষয় নয়। ‘যত দিন বিশ্বের দেশগুলো নিজেদের মতো বাঁচতে চাইবে, মতাদর্শিক পরিচয় দাঁড় করাতে চাইবে এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ করতে চাইবে, তত দিন বিভিন্ন প্রেক্ষাপটে যুদ্ধ চলতে থাকে।’

এর আগে পাকিস্তানের সামরিক আদালতে ফাঁসির আদেশপ্রাপ্ত কুলভূষণের বিষয়ে পাকিস্তানকে হুঁশিয়ার করে ভারত। ভারতের দাবি, পরিকল্পিতভাবে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদি তার ফাঁসি কার্যকর করা হয়, তবে দ্বিপক্ষীয় সম্পর্কে এর মূল্য দিতে হবে ভারতকে।

মঙ্গলবার ভারতের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, কুলভূষণের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ নেই । যদি কিছু থেকে তা হলো, পাকিস্তানের সন্ত্রাসী পরিচয় আন্তর্জাতিক মহলে এড়িয়ে গিয়ে তাকে ফাঁদে ফাঁসানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার লোকসভায় বলেন, যাদবের জন্য ন্যায়বিচার পেতে যা করার তা-ই করবে ভারত। তিনি আরো বলেন, পাকিস্তান সব ধরনের আইন ও নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে।তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।