g আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট সচল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২৩শে অক্টোবর, ২০১৭ ইং ৮ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট সচল

AmaderBrahmanbaria.COM
মার্চ ৩, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে আগুন লেগে বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট পুনরায় চালু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে মেরামত শেষে উৎপাদনে ফিরেছে ইউনিটগুলো।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সচল হওয়া ইউনিটগুলো হলো- ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল (সাউথ), ২২৫ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার সর্ম্পূণ ইউনিট-৩।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ১৩২ কেভি গ্রিড লাইনের সুইট ইয়ার্ডে আগুন লাগার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে করে ৭২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ ব্যাহত হচ্ছিল।

গ্রিড লাইনে ক্রটির কারণে কিশোরগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। তবে ত্রুটি দেখা দেয়ার পর বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিড লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

এ জাতীয় আরও খবর