g নতুন মাইলফলকে বিধ্বংসী এবি ডি ভিলিয়ার্স | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২৫শে অক্টোবর, ২০১৭ ইং ১০ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নতুন মাইলফলকে বিধ্বংসী এবি ডি ভিলিয়ার্স

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২২, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক :ব্যাট হাতে প্রতিপক্ষে জমদূত তিনি। যে কোন পরিস্থিতিতে খেলার মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। বিশ্বে যে ক’য়জন দানব ব্যাটসম্যান আছেন তাদের মধ্যে অন্যতম এই মারকুটে ব্যাটসম্যান।

রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সাড়ে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এবি।

আজকের ম্যাচে খেলতে নামার আগে ২২৪ ওয়ানডে খেলে এই ব্যাটসম্যানের সংগ্রহ ছিল ৯৪৯৫। ডু প্লেসি ইনজুরিতে পরে সাজঘরে ফিরে গেলে মাঠে আসেন ডি ভিলিয়ার্স। আর এক ওভার খেলেই পাঁচ রান সংগ্রহ করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

২০০৫ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া এই ব্যাটসম্যান এখন পর্যন্ত মোট ওয়ানডে খেলেছেন ২২৫টি। ওয়ানডেতে তার সর্বোচ্চ রানের ইনিংসটি এই বাংলাদেশের বিপক্ষেই ১৭৬। তার স্ট্রাইক রেট ১০১.০২। মোট হাফসেঞ্চুরি রয়েছে ৫৩টি আর সেঞ্চুরি ২৫টি।