শুক্রবার, ২১শে এপ্রিল, ২০১৭ ইং ৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

২০২০ সালে ফের প্রেসিডেন্ট পদে লড়বেন হিলারি

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৮, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক দলের নতুন প্রধান নিয়োগের ঠিক আগের দিন শুক্রবার দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের একটি ভিডিও পোস্ট করা হয়। তিন মিনিটের ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি আয়োজিত সমাবেশে উপস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দীপনামূলক বক্তব্য দেন হিলারি।

নতুন এ ভিডিওটিতে হিলারিকে বেশ আশাবাদী ও উৎফুল্ল দেখা গেছে। ওই ভিডিওতে হিলারি ট্রাম্পবিরোধী বিক্ষোভ, বিশেষ করে নারীদের সফল র্যালি, ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার প্রতিবাদে বিমানবন্দরের বিক্ষোভ এবং ওবামা আমলের স্বাস্থ্যনীতি ওবামাকেয়ার বাতিলের প্রতিবাদে টাউন হলের বৃহত্তম বিক্ষোভের কথা উল্লেখ করেছেন।

হিলারি বলেন, ‘হ্যালো ডেমোক্রেটস! দলের একতা, কর্মোদ্দাম, আগামীর নির্বাচনে জয় ও দলকে সেরাটা দেয়ার প্রস্তুতির জন্য আমাদের পার্টির প্রতিনিধিত্ব করতে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ।’ পপুলার ভোটে তার জয়ের কথা উল্লেখ করেন হিলারি। ট্রাম্পকে হারাতে অ্যাকটিভিস্ট গ্রুপ ও ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা করেন তিনি। ভবিষ্যৎ নির্বাচনে ডেমোক্রেটিক দলের দিকনির্দেশনা নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার ওপর জোর দেয়ারও আহ্বান জানান সাবেক এ ফার্স্ট লেডি।

হিলারি বলেন, দল ও দেশের জন্য সমান অগ্রগতি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। পার্টির বৈচিত্র্যের প্রশংসা করে হিলারি দল ও দলের সমর্থকদের উদ্দেশে বলেন, সংগ্রাম চালিয়ে যান এবং বিশ্বাস রাখুন। আমি প্রতিটি পদে আপনাদের সঙ্গে আছি।

তিনি আরও বলেন, ডেমোক্রেটিক দলে বিভিন্ন মতামত ও ভাবধারার লোক থাকলেও সর্বোপরি আমরা ডেমোক্রেট। দেশের প্রতি প্রত্যাশা ও মূল্যবোধ ভাগাভাগি করায় আমরা একসঙ্গে আবদ্ধ। সাহস, প্রত্যয় ও আশাবাদকে পুঁজি করে আমরা ডেমোক্রেটরা সামনে এগিয়ে যাব এবং আগামীর সব নির্বাচনে বিজয়কে লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে হবে আমাদের।