রবিবার, ২৩শে এপ্রিল, ২০১৭ ইং ১০ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

‘মাদক-বাল্যবিবাহ নির্মূলে মহিলাদেরই অগ্রনী ভূমিকা রাখতে হবে-বাঞ্ছারামপুরে ক্যা.তাজ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৭, ২০১৭

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্যাপক-উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের  মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মহিলা আওয়ামীলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ  (সোমবার)পালিত হয়েছে।এ উপলক্ষ্যে বাঞ্ছারামপুর  উপজেলা মহিলা আ.লীগ সকালে সভাপতি মিসেস হাসু ইসলামের নের্তৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা রং-এর ব্যানার-ফেষ্টুন,হাতির পদ যাত্রা,ঢোলব-বাদ্যি বাজিয়ে মহিলা র‌্যালী সদর উপজেলার প্রধান-প্রধান সড়কগুলো পদক্ষিণ করে।

দুপুরে ক্যা.তাজুল ইসলাম অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে শুরু হয় বিশাল মহিলা সমাবেশ।মিসেস হাসু ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধঅন অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি,সাবেক প্রতিমন্ত্রী ক্যা.এবি তাজুল ইসলাম এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক যুগ্মসচীব মো.সিরাজুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,পৌর মেয়র টিপু মোল্লা,জেলা পরিষদ সদস্য প্রকৌশলী আবদুল হক,আ.লীগ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাঈদ  আহমেদ বাবু,উজানচর ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি,উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রনজন সাহা,মহিলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা  ভাইস চেয়ারম্যান জলি আমীর,যুবলীগ সভাপতি সায়েদুল ইসলাম ভূইয়া বকুল,স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান ভূইয়া হাসান,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা,পৌর ছাত্রলীগের সভাপতি ইনজিনিয়ার জুয়েল আহমেদ,আওয়ামীলীগ নেতা বাবুল নানা,উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি এম.এ আউয়াল প্রমূখ।

প্রধান অতিথি ক্যা.(অব.)তাজুল ইসলাম এমপি অনুষ্ঠানে  উপস্থিত প্রায় ১০ সহ¯্রাধিক স্থানীয় মহিলাদের উদ্দেশ্যে বলেন,-‘এই প্রথম বাঞ্ছারামপুরে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুরু একটাই অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানদের প্রতি তীক্ষè নজর রাখুন।যেনো সন্তান মাদকাসক্ত হয়ে না যায়।সে সাথে নিজ সন্তানকে বাল্যবিবাহের নামে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না।পড়াশুনা করান।তা হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলায় সার্থকতা আসবে।মনে রাখবেন-একজন শিক্ষীত মা-একটি শিক্ষীত জাতি উপহার দিতে পারে’।

ক্যা.তাজ আরো বলেন,আমার নির্বাচনী এলাকায় মাদকাসক্ত ও মাদকবিক্রেতাদের ঠাঁই নাই।সবার জন্য‘জিরো’টলারেন্স।ছাড় নাই।মাদক বিক্রেতাদের ঘড়বাড়ি থেকে উচ্ছেদ করা হবে বলে সাবধান করে দেন।