শুক্রবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ৫ই ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

তামিল নাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এদাপাদ্দি পালানিসসোয়ামি

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৬, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক সংকটকাল পেরিয়ে অবশেষে তামিল নাড়ু পেল তাদের নতুন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ভারতের এই রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হলেন এদাপাদ্দি পালানিসসোয়ামি।রাজ্যটির প্রয়াত মুখ্যমন্ত্রী জয়লালিতার স্থানে দায়িত্ব পালন করবেন তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন তিনি।

দক্ষিণ ভারতের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী জয়ললিতা মারা যাওয়ার পর তার দলের পক্ষ থেকে সর্বোচ্চ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেন শশিকলা। কিন্তু দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় বর্তমানে এই দায়িত্ব গ্রহণ করতে পারছেন না তিনি। চার বছর কারাবন্দী থাকার জন্য বুধবার তাকে আত্মসমর্পণ করতে হবে। তাই শশিকলা তার পরিবর্তে পালানিসসোয়ামিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের অনুমতি দিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেও আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য সভায় তার সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দেখাতে হবে। -বিবিসি।