শুক্রবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ৫ই ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ মার্চ পালনে জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৬, ২০১৭

নিজস্ব প্রতিবেদক ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ মার্চ পালনে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভায় এ কর্মসূচী গ্রহণ করা হয়। বুধবার রাতে শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবীর, সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমূখ। সভায় আগামী ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জমায়েত হয়ে রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে শহর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা করার সিদ্ধান্ত ও ঐতিহাসিক ৭ মার্চে প্রত্যেক পাড়া-মহল্লায় ও গুরুত্বপূর্ণ স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার ও এদিন সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পেশাজীবিদের নিয়ে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।