শুক্রবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ৫ই ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৬ ফেব্রুয়ারি

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৬, ২০১৭

আদালত প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি। এ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদালতে খালেদার উপস্থিত হওয়ার দিন ধার্য ছিল। বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে না পারায় সময়ের আবেদন করেন আইনজীবী জমির উদ্দিন, সানাউল্লাহ মিয়া ও শাহজাদি কহিনুর পাপড়ি। আদালত সময় আবেদন মঞ্জুর করে ওই দিন ধার্য করেছে।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

২০১৪ সালের ১৯ মার্চ ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায় এ মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন।

এ জাতীয় আরও খবর