চলতি বছর ৮ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার তিনি সংসদে সরকারি দলের সদস্য এম এ মালেকের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে ৯ লাখ ৭৭ হাজার ৩২৩ জন দক্ষ এবং ৭ লাখ ৩১ হাজার ১১০ জন অদক্ষ কর্মী পাঠানো হয়েছে। বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭৬ থেকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ছাড়পড় নিয়ে ২৮ লাখ ৪১ হাজার ৯৬৩ জন কর্মী সৌদি আরবে গেছে।
সৌদি আরব থেকে ২০১৫-১৬ অর্থবছরে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ২৫৮২.২৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৬-১৭ অর্থবছরের (ডিসেম্বর-২০১৬ পর্যন্ত) অর্জিত রেমিটেন্সের পরিমাণ ১১৪৫.০২ মিলিয়ন মার্কিন ডলার বলেও জানান তিনি।