অশ্বিন আতঙ্কে ঘুম হারাম টিম অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক :রবিচন্দ্রন অশ্বিনই রাতের ঘুম কেড়ে নিয়েছেন তাঁদের। টেস্ট সিরিজ শুরুর আগে সেই সত্য স্বীকার করে নিলেন স্টিভ স্মিথ। মঙ্গলবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, ‘অশ্বিন বিশ্বমানের স্পিনার। মাত্র ৪৫ টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নিয়েছে। ও-ই আমাদের কাছে সবচেয়ে বিপজ্জনক।’ সেখানেই না থেমে স্মিথ আও বলেছেন, ‘‘ওকে সামলানোর কাজ খুবই কঠিন। কিন্তু যে কোনও মূল্যে অশ্বিনের আক্রমণ প্রতিহত করতে হবে।’
ভারতীয় স্পিন-ছোবল সামলাতে দুবাইয়ে বিশেষ শিবির সেরে ভারতে এসেছে অস্ট্রেলিয়া। কিন্তু তার পরেও স্মিথকে খুব একটা আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে না। তিনি বলেছেন, ‘স্পিন মোকাবিলার জন্য আমরা বিশেষ কিছু অনুশীলন করেছি। ভারতীয় স্পিনারদের সামনে কীভাবে লড়াই করতে হবে, তা নিয়ে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনাও রয়েছে। তবে ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত তা নিয়ে আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।’
স্পিন পরামর্শদাতা হিসাবে মন্টি পানেসর এবং শ্রীধরন শ্রীরাম’কে যুক্ত করার বিষয়ে স্মিথ বলেছেন, ‘‘ওদের থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি। সেটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে।’