রবিবার, ২৩শে এপ্রিল, ২০১৭ ইং ১০ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

লাইভে দুই রেডিও সাংবাদিককে গুলি করে হত্যা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৫, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :ক্যারিবিয়ান দেশ ডমিনিকান রিপাবলিকে একটি রেডিওতে সরাসরি অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের গুলিতে দুই সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিবিসির অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজন সাংবাদিক ফেসবুক লাইভে তার শো’র চিত্রগ্রহণের সময় গুলিবিদ্ধ হন। ভিডিওতে ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি করতে দেখা যায় এবং এক নারীর আর্তচিৎকার শোনা যায়- ‘গুলি! গুলি! গুলি!’

পুলিশ জানায়, মঙ্গলবার রাজধানী সান্তো দোনগোর পূর্বাঞ্চল সান পেদ্রো দে ম্যাকোরিসে এ ঘটনা ঘটে। নিহত দুই সাংবাদিকদের একজন নিউজ প্রেজেন্টার লুইস মেডিনা এবং অন্যজন রেডিও প্রোডিউসার লিও মার্টিনেজ। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তার অস্ত্রোপচার হয়েছে।

এদিকে আটকদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি। অ্যাটর্নি জেনারেল জিন রদ্রিগেজ জানান, পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানতে পারেনি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

এর আগে, ২০১৫ সালের আগস্টে ভার্জিনিয়ায় দুই মার্কিন সাংবাদিক লাইভ টিভি রিপোর্টে বন্দুকধারীদের গুলিতে নিহত হন।