বৃহস্পতিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ৪ঠা ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

প্রশ্ন ফাঁসের চেষ্টা আশুগঞ্জে প্রধান শিক্ষককে অব্যাহতি

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৩, ২০১৭

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সচিবের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক প্রশ্ন ফাঁসের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ওই প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিনকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি লিখিতভাবে কুমিল্লা শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।
জানা গেছে, রবিবার এসএসসিতে গণিত বিষয়ে পরীক্ষা ছিল। আড়াইসিধা বিদ্যালয় কেন্দ্রের সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষার প্রশ্নপত্র খুলে ফেলেন। একপর্যায়ে তিনি দুটি প্রশ্ন প্যান্টের পকেটে ঢুকিয়ে বাথরুমে যান। বিষয়টি উপস্থিত কারো নজরে আসে। মোবাইল ফোনে তিনি প্রশ্ন বলে দিতে পারেন—এমন সন্দেহে কেন্দ্রের দায়িত্বে থাকাদের একজন বিষয়টি সংশ্লিষ্টদের জানান। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসাদুজ্জামান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়সার, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সেখানে ছুটে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় নিজ কক্ষে বসে থাকা প্রধান শিক্ষকের পকেট থেকে দুটি প্রশ্নও উদ্ধার করা হয়। এ অবস্থায় তাত্ক্ষণিকভাবে ওই প্রধান শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. আশরাফ উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রবিবার বিকেলে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।