ইরাকে রকেট হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের রাজধানী বাগদাগের উচ্চ নিরাপত্তা এলাকা গ্রীন জোনে বেশ কয়েকটি রকেট হামলায় হয়েছে। এতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার সকালে দেশটির নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভের সময় এ হামলা করা হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। তবে বিক্ষোভকারীদের উপর পুলিশের নিক্ষেপ করা কাঁদানো গ্যাসে ২০০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভকারীদের বেশিরভাগই দেশটির শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদর এর অনুসারি। তারা নির্বাচন কমিশনের পরিবর্তনের জন্য বিক্ষোভে নামে। বিক্ষোভকারীরা বলছে, রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সব সদস্যদের যোগাযোগ রয়েছে। আর এজন্য তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না।
তবে বিক্ষোকারীদের আন্দোলনে কে বা কারা রকেট হামলা করেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।