বৃহস্পতিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ৪ঠা ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

বসন্তের সাজে বাঙালিয়ানা থাকা চাই

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৫, ২০১৭

ঊম্মে কুলসুম সোনিয়া : বসন্ত আমার উৎসব, বাঙালির উৎসব, বাংলাদেশীদের উৎসব। আদি আর আধুনিকতার মিশেলে এই দিনে নিজেকে সাজাতে পছন্দ করি। বসন্তের সাজে হলুদ রঙটা প্রাধান্য দিই। ফুটিয়ে তুলতে চাই স্নিগ্ধতা।

প্রকৃতি থেকে সবে কাটতে শুরু করেছে শীতের আবহ। সবুজও এখন স্নিগ্ধ। এদিকে গাঁদা ফুলের বিদায়বেলা। তবে মেয়েদের বসন্তের সাজ মানে ফুলের প্রাধান্য। সবকিছুতে ফুলেল মোটিফ থাকবে এটাই স্বাভাবিক। আমি ঠিক করেছি, চুল বেণী করে চুলে গুজে দেব লাল গোলাপ। শুধু লাল গোলাপ নয় থাকবে সাদা ফুলের মিশেল। লাল সাদা একটা আবহ তৈরি হবে সাজে।

হালকা মেকআপ করব। টেনে কাজল দেব। গাঢ় সাজ থাকবে শুধু ঠোঁটে। লাল লিপস্টিক দিয়ে সাজাব ঠোঁট।

হালকা বুনোটের সুতি শাড়ি আর ভারী নকশার ব্লাউজ পরব। বসন্তের সাজে অবশ্যই বাঙালিয়ানা থাকা চাই। তাই গয়না বেছে নেব দেশী ঘরানার।

একটা জায়গায় কার্পণ্য করতে চাই না। সে হলো দুহাত ভরে কাচের চুড়ি পরব। বসন্ত আসবে আর হাতের চুড়ি বাজবে না, তাই হয় নাকি!

বসন্ত আসছে, এই ঋতু প্রকৃতিকে ডেকে ডেকে বলে বেড়াব ‘সাজো সাজো’। আর আমি বসন্তকে বরণ করে নিতে নিতে বলব ‘আমিও সাজতে জানি’।